সেবার জন্য নয়, বরং দায়িত্ববোধ থেকে। প্রচারের জন্য নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এমন লক্ষ্য নিয়ে মৌলভীবাজারে নিরব বিপ্লব ঘটিয়ে চলেছে একটি সংগঠন—মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (MDF)। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান, যার নেতৃত্বে রয়েছে একদল তরুণ, শিক্ষিত, দায়বদ্ধ ও মানবিক মানুষ।
শুরু যেখানে, লক্ষ্য অনেক দূর
২০১৮ সালে “বন্ধন সমাজকল্যাণ সংস্থা” নামে যাত্রা শুরু করলেও সময়ের প্রয়োজনে সংগঠনটি এখন পরিচিত “মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” নামে। শুরুতে কিছু দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই ছিল উদ্দেশ্য, কিন্তু আজ MDF মৌলভীবাজার জেলার প্রতিটি স্তরে উন্নয়ন, মানবসেবা ও সচেতনতা গঠনের এক নির্ভরযোগ্য নাম।
প্রতিষ্ঠাতা সভাপতি সাকিবুর রহমান মেরাজ-এর নেতৃত্বে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুসংগঠিতভাবে। তাদের সঙ্গে রয়েছেন নিবেদিত কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আতাউর রহমান, সাইফউদ্দিন, মোয়ায়াজ্জেম হোসেন জুয়েল, জায়েদ আহমদ, শফিকুল ইসলাম, জাকারিয়া আহমদ, সুমন মিয়া, আজমল হুসেন, তাহমিদ, আবু তাহের, জুনেদ খান সহ বহু স্বেচ্ছাসেবক।
কার্যক্রম যা বাস্তব পরিবর্তন ঘটায়
সংগঠনের কার্যক্রম এখন জেলাজুড়ে বিস্তৃত এবং বহুমুখী। কিছু উল্লেখযোগ্য ও চলমান কর্মসূচি হলো:
✅ খাদ্যসামগ্রী বিতরণ – এ পর্যন্ত ১৬০০ দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা
✅ শীতবস্ত্র বিতরণ – প্রতিটি শীত মৌসুমে উপজেলার দরিদ্র পরিবারে কম্বল ও শীতবস্ত্র
✅ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি – ২৫ জন দরিদ্র শিক্ষার্থীর পূর্ণ শিক্ষাখরচ
✅ চিকিৎসা সহায়তা – টাকার অভাবে চিকিৎসা না পাওয়া অসুস্থদের পাশে দাঁড়ানো
✅ সেলাই মেশিন বিতরণ – নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণপূর্ব সেলাই মেশিন বিতরণ
✅ শিশু সহায়তা কার্যক্রম – পথশিশু ও দরিদ্র পরিবারের শিশুরা যেন শিক্ষা ও পুষ্টি থেকে বঞ্চিত না হয়
✅ মাদকবিরোধী ক্যাম্পেইন – জেলাজুড়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, কর্মশালা ও উঠান বৈঠক
✅ বাল্যবিবাহ প্রতিরোধে সরাসরি হস্তক্ষেপ
✅ পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
✅ কারিগরি শিক্ষা বিস্তারে প্রচেষ্টা – দরিদ্র যুবকদের জন্য দক্ষতা উন্নয়নমুখী ট্রেনিং আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন
সাম্প্রতিক কর্মসূচি: বন্যায় ঘরে ঘরে খাদ্য বিতরণ
৫ জুন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন এর সহযোগিতায় বৃহস্পতিবার আপার কাগাবলা ইউনিয়নের বন্যার্তদের ঘরে ঘরে মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্যরা পৌঁছে দিয়েছে শুকনা খাদ্য সামগ্রী।
ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের দায়িত্ব। শুধু ত্রাণ বিতরণ নয়, আমরা নিশ্চিত করছি যেনো কেউ অনাহারে না থাকে।
> “শুধু পণ্য নয়, তাঁরা মানুষের মর্যাদা বজায় রেখে সহযোগিতা করছেন—এটাই তাঁদের বিশেষত্ব।”
উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর উপদেষ্টা ফয়েজ উদ্দিন, সদস্য শরফ উদ্দিন, রাজিম মিয়া, আব্দুস সামাদ এবং MDF-এর নেতৃবৃন্দ।
আইনি সহায়তা: অসহায়ের পাশে আইনজীবীরা
ফাউন্ডেশনের আরেকটি ব্যতিক্রমী কার্যক্রম হলো ফ্রি আইনি সহায়তা প্রদান, যা বিশেষত নারী, নির্যাতিত ও দরিদ্র মানুষের জন্য চালু করা হয়েছে। এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন জেলার খ্যাতিমান আইনজীবীরা—
বিল্লাল হোসেন – সহকারী পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত
সালেহ আহমদ রিপন – আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ইমরান লস্কর – আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এম সাইফুর রহমান – আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টতাঁদের অভিজ্ঞতা MDF-এর কার্যক্রমকে আইনি দিক থেকে সহায়তা করার পাশাপাশি বিচারপ্রাপ্তির সুযোগ বঞ্চিতদের জন্য আশার আলো জ্বালাচ্ছে।
ভবিষ্যতের স্বপ্ন: একটি কল্যাণ জেলা
মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হলো:
> “মৌলভীবাজারকে একটি আদর্শ, শিক্ষিত, সচেতন, মাদকমুক্ত ও কল্যাণমুখী জেলা হিসেবে গড়ে তোলা।”
কার্যনির্বাহী সদস্য ফয়জ উদ্দিন বলেন- “আমরা চাই মানুষ যেন সাহায্য নিতে গিয়ে নিজের সম্মান হারায় না। আমরা যাচাই করে ঘরে ঘরে গিয়ে সাহায্য করি। শুধু দান নয়, আমরা সচেতনতা তৈরি করতে চাই।”
এই সংগঠন প্রমাণ করেছে—প্রশাসনের বাইরে থেকেও সংগঠিত, স্বচ্ছ এবং মানবিক ইচ্ছাশক্তি থাকলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।
মন্তব্য করুন