অপরাধ দমনে গোয়েন্দা সাফল্য ও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সম্মিলনে অপরাধ দমনে অনন্য দৃষ্টান্ত অপরাধ দমনে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার জেলা পুলিশের এপ্রিল মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। দায়িত্ববোধ, পেশাদারিত্ব এবং গোয়েন্দা দক্ষতার এক অনন্য সমন্বয় তিনি তুলে ধরেছেন তার কর্মপ্রবাহে।
জেলা পুলিশের নিয়মিত মাসিক মূল্যায়নে দেখা যায়, এসআই জয়ন্ত সরকার সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর পরিচালিত অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে সফলতা, ওয়ারেন্ট তামিলের গতি বৃদ্ধি এবং মূল অভিযুক্তদের গ্রেফতার নিশ্চিত হয়েছে।
বিশেষ করে মাদকবিরোধী অভিযান পরিচালনায় তাঁর নেতৃত্বে পুলিশ যেভাবে সাহসিকতা ও কৌশলিকভাবে কাজ করেছে, তা শুধু স্থানীয় মহলে নয়, প্রশাসনিক পরিসরেও প্রশংসিত হয়েছে। অপরাধচক্রের বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনায় এসআই জয়ন্ত সরকারের নিরলস প্রচেষ্টা পুলিশ বাহিনীর সফলতা বাড়িয়েছে বহুগুণ।
পুলিশ বিভাগের অভ্যন্তরে তার সততা, অধ্যবসায় এবং দায়িত্বশীল মনোভাব একজন আদর্শ কর্মকর্তার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ, গতকাল (১৭ জুন) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব এম.কে এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা) তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নোবেল চাকমা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আজমল হোসেন।
জয়ন্ত সরকারের এই সাফল্য শুধু মৌলভীবাজার সদর মডেল থানা নয়, বরং পুরো জেলায় পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্তব্য করুন