জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান সংকট শেষ হওয়া দরকার। একটি অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাংখা, কারণ তিনবার পরপর দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। জাতি যেনতেন নির্বাচন চায় না।
তিনি সুষ্ট নির্বাচনের জন্য চারটি কথা বলেছেন, সংস্কার, বিচার দৃশ্যমান, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সমতল মাঠ তৈরী করতে হবে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা কোন সহযোগীতা চাইলে দলের পক্ষে সহযোগীতার আশ্বাস দেন।
শনিবার ৭ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে নিজ এলাকার মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াত এর আমির মো: ফখরুল ইসলাম।
মন্তব্য করুন