শইন এবং কুরবানীর চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এ এস এম জাকারিয়া।
বৃহস্পতিবার ৬ জুন সকাল ১১ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবি সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের পাচার রোধে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন ঘটনায় বিএসএফকে মৌখিক ও লিখিত ভাবে প্রতিবাদ জানানো হয়েছে। তাছাড়া এবছর দেশে পর্যাপ্ত কুরবানীর পশু থাকায় ভারত থেকে চোরাই পথে পশু আমদানি ও চামড়া পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ও সহকারী পরিচালক ফিরোজ হোসেন প্রমূখ।
মন্তব্য করুন